নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যা: দেবর সাদিকুরের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৭:৩০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাবি ও ভাতিজাকে নির্মমভাবে হত্যার দায়ে সাদিকুর রহমান সাদেক (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাদিকুর রহমান সাদেক আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের উজানগোকান্দি এলাকার মোবারক হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলির কাছে টাকা ধার চান। কিন্তু কাকলি টাকা দিতে রাজি না হওয়ায় সাদিকুর ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর ঘুমন্ত অবস্থায় কাকলির আট বছর বয়সী ছেলে তালহাকেও হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরের দিন নিহতের মা তাসলিমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার হত্যাকাণ্ডে তার দোষ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।