পাবনার বেড়ায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী কিশোর
নি | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:০০
পাবনার বেড়া উপজেলায় মো. সাদমান সাদিক সানি (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বেড়া হাসপাতাল সংলগ্ন তিনমাথা মোড় এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় সে। দুদিন পার হলেও পরিবারের কেউ তার কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ সাদমান বেড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আলহেরা নগর এলাকার মো. রুহুল আমিন ও মোছা. বাকিয়া আক্তার নিলা দম্পতির ছেলে। পরিবারের সদস্যদের দাবি, সাদমান মানসিকভাবে অসুস্থ এবং কথা বলার সময় স্থানীয় আঞ্চলিক ভাষা ব্যবহার করে।
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের টুপি, নীল পাঞ্জাবি, নীল ট্রাউজার ও খয়েরি রঙের স্যান্ডেল। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং ওজন প্রায় ৫৫ কেজি।
পরিবারের পক্ষ থেকে সাদমানের চাচা মো. আল আমিন বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমরা ইতোমধ্যে কিশোরটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তার বর্তমান অবস্থান ঢাকায় হতে পারে। তাকে উদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।