শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকায় গণসংযোগে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৪:১৫

সংগৃহীত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। দলীয় মনোনয়ন এখনো না পেলেও তিনি শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গেই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

‎বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

‎গণসংযোগ অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। নানা বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।’

‎তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’

‎বর্তমানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎তানিয়া আক্তার

‎জামালপুর

‎নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top