শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

ঝিনাইদহে বাবার বকুনি খেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাবার সামান্য বকুনি খেয়ে আত্মহত্যা করেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লামিম (৮)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত লামিম ওই গ্রামের নাসির খলিফার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

‎পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সম্প্রতি সুন্নাতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে বাবা তাকে একটি নতুন বাইসাইকেল কিনে দেন। পাড়ার শিশুদের মধ্যে লামিমের সাইকেলটিই ছিল সবচেয়ে আকর্ষণীয়। তবে প্রায়ই সাইকেলটি নষ্ট করত সে। বৃহস্পতিবার দুপুরে আবার সাইকেল বিকল হয়ে গেলে বাবা কিছুটা বকাঝকা করেন। বাবার বকাঝকায় শিশুটি কোমল মনে অভিমানের সৃষ্টি হয়।

‎বাবা-মা গোসল করতে গেলে একা পেয়ে রান্নাঘরের আড়ায় গামছা বেঁধে গলায় ফাঁস দেয় লামিম। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা কেউই বিশ্বাস করতে পারছেন না, এতটুকু শিশুও যে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে।

‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top