ধানক্ষেতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ ফেনী বিএনপি নেতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬
দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ফেনীর এক ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচের আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ আবেদনের মতো হাত তুলে প্রতিবাদ জানান। পরে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে গত ৩ নভেম্বর ঘোষিত বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি এই ভিন্নধর্মী উপায়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে আলাল লিখেছেন— “নো ক্যাপশন।” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন তার এই প্রতিবাদকে ‘সুস্থ রাজনীতির ভিন্ন ভাষা’ বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ছবি যখন কথা বলে তখন ক্যাপশনের দরকার পড়ে না।”
আলালের ঘনিষ্ঠজনদের মতে, তিনি দীর্ঘদিন ধরে দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ছিলেন এবং নানা হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়নে তিনি যোগ্য ছিলেন। যেখানে অন্য মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসনীয়।
এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন,
“জয়নাল হাজারীর সময়ে ফেনী ছিল ‘লেবানন’ নামে পরিচিত, নিজাম হাজারীর সময় ‘ফেনী স্টাইল’ নির্বাচন নামে পরিচিত ছিল। এখন আমরা প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। ফেনীর মানুষ ভিন্নভাবে প্রতিবাদ জানাতে পারে।”
তিনি আরও বলেন,
“আমি চাই এই প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি ‘রিভিউ’ করা হোক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বিষয়টি বিবেচনা করেন।”
উল্লেখ্য, ফেনী জেলার তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে দলটি।
-
ফেনী-০১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
-
ফেনী-০২ (সদর): বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি
-
ফেনী-০৩ (সোনাগাজী ও দাগনভূঞা): বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।