মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ইউএনও আল ইমরানের মানবিক উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হোমায়রার পাশে দাঁড়ালেন

সোহেল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র হোমায়রার চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব পরিবারের পক্ষে দায়সাধ্য না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও হোমায়রার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি, রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

সহায়তা গ্রহণের পর আবেগাপ্লুত হোমায়রা জানান, “ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা চালানো পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই সহায়তা আমার চিকিৎসার একটি বড় অংশ পূরণ করবে এবং নতুন উদ্যমে জীবনযুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করবে।”

ইউএনও  আল ইমরান বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। মানবিকতার জায়গা থেকেই আমরা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।” স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন, “সরকারি উদ্যোগ মানুষের ঘরে ঘরে পৌঁছালে সমাজ আরও মানবিক হবে। হোমায়রার মতো অসহায়রা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।”

স্থানীয়ভাবে এই মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top