পাবনার সুজানগরে রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫২
পাবনার সুজানগর উপজেলায় রাস্তার পাশে মিলন হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মিলন হোসেন সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মিলনের বাবা আব্দুল জলিল বাদী হয়ে সুজানগর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, “সোমবার রাতে ফোনে ডেকে নিয়ে গেছে কাউরা। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, “পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে এবং কেন মৃত্যু ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।