বাবার অভিযোগ, মেয়ে আটকে রাখা ও বিদেশে পাঠানোর চেষ্টা করছেন তনি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৭
‘সানভিস বাই তনি’ ফেসবুক পেজের অ্যাডমিন ও নারী উদ্যোক্তা রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব, যে তিনি নিজের ১১ বছর বয়সী মেয়ে মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখেছেন এবং বিদেশে পাঠানোর চেষ্টা করছেন।
সদরুল ইসলাম সোয়েব মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারে সংবাদ সম্মেলনে জানান, তাদের বিবাহ হয়েছিল ২০১৩ সালের ২৮ জুন এবং পরবর্তীতে জন্ম নেয় কন্যা সানভী। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি দম্পতির বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর আদালতের শর্ত অনুযায়ী সানভী মায়ের সঙ্গে থাকলেও, বাবার সঙ্গে দেখা করার সুযোগ পূর্ণ করা হয়নি।
সোয়েব অভিযোগ করেন, সানভীকে ঢাকায় নিজের কাছে আটকে রেখেছেন তনি এবং তাকে বাবার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না। এছাড়া তিনি দাবি করেন, তনি মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন, যা সান্ভীর মানসিক ক্ষতির কারণ হয়েছে।
ঘটনার পর সোয়েব ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ২৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।