মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আমতলীতে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৫

আমতলীতে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

বরগুনার আমতলী উপজেলায় ছারছীনা দরবার শরীফের খানখায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল এর আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মাহফিলের শেষ দিনে জুমার নামাজ আদায়ের জন্য লাখো মুসল্লিরা সকাল থেকেই আমড়াগাছিয়া সালেহীন কমপ্লেক্সে আসতে শুরু করে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুমার নামাজ আদায় করেন।

জুমা বাদে ছারছীনা পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মেহেবুল্লাহ আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহ'র সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানগন।

এছাড়াও মাহফিলে অংশগ্রহণ করেন সংসদ সদস্য মহিবুর রহমান( কলাপারা), আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমাম উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান বাদল খান, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান সহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনএফ৭১/আরএইচ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top