ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন পুনর্বহাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. ধনদেব চন্দ্র বর্মন পুনর্বহাল করা হয়েছে। গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ধনদেব চন্দ্র বর্মন তার অনাকাঙ্খিত আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরিত তার জবাব সন্তোষজনক হওয়ায় মহাপরিচালক তাকে ক্ষমা করে পূর্বের পদে পুনর্বহাল করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আদেশ গতকাল থেকে কার্যকর হয়েছে। ধনদেব চন্দ্র বর্মন বলেন, “কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। আমি কাজ শুরু করেছি। সংবাদের মাধ্যমে পজিটিভ তথ্য প্রকাশিত হলে সকলেই উপকৃত হই। আমরা সে বিষয়টি খেয়াল রাখব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।