রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ, হাড় কাঁপানো শীতে নিস্তব্ধ জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১০:৩৯

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের উত্তরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। হাড় কাঁপানো শীত এবং ঘন কুয়াশার সঙ্গে তীব্র হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার। এর আগে শনিবার সকাল ৯টায় ৮.৩ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে কুয়াশার পর থেকে তাপমাত্রার পারদ ক্রমেই নিচে নেমে এসেছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ তা আরও কমে ৭ ডিগ্রির ঘরে নেমেছে।”

সকালে জেলার বিভিন্ন এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।

চা শ্রমিকরা জানান, ভোরে প্রচণ্ড হিমশীতল বাতাসে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসছে, কিন্তু জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে। উপজেলা সদরের ভ্যানচালকরা বলেন, কনকনে হাওয়ায় ভ্যান চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, তেঁতুলিয়ার শীতের তীব্রতা হিমালয়ের নিকটবর্তী হওয়ায় অন্যান্য এলাকায় তুলনামূলক বেশি। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে আশঙ্কা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top