মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

শরীয়তপুরের নড়িয়ায় দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৯

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের আকসা গ্রামে সোমবার রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আকসা গ্রামের বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন গোরাপি, নড়িয়া উপজেলার বিএনপি সহ-সভাপতি সালাউদ্দিন ছৈয়াল।

ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া-মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আকসা বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ হারিস। পরে উপস্থিত সকলকে তবারক বিতরণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top