বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:২১

মুন্না ইসলাম । ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার বাসিন্দা এবং চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top