বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

‘আমার কষ্ট একটাই, ঢাকা-৮ আসনের ভোটার আমি’ শবনম ফারিয়া

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০২

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোট এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের দিন এলাকার পরিবেশ ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারিয়া জানান, তিনি ঢাকা-৮ আসনের ভোটার হওয়াকেই নিজের সবচেয়ে বড় কষ্ট মনে করেন।

পোস্টের শুরুতে ব্যঙ্গ-রসের ছলে তিনি লেখেন, “শান্তিনগরের ২৪/৭ জ্যাম—এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়—এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই।”

এরপরই তিনি সরাসরি নিজের আক্ষেপের কথা তুলে ধরে লেখেন, “আমার কষ্ট একটাই—শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার!”

 

ব্যঙ্গের আড়ালে এলাকার রাজনৈতিক বাস্তবতা ও ভোটের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করায় অভিনেত্রীর এই মন্তব্যে সহমত জানিয়েছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে কেউ কেউ বিষয়টিকে কৌতুক হিসেবে নিলেও, বেশিরভাগই ঢাকা-৮ আসনে নির্বাচনী উত্তাপ ও সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ঢাকা-৮ আসনের ভোটের পরিবেশ।

উল্লেখ্য, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top