বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ভারত সফরের অনুমতি পেল জাতীয় শুটিং দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০০

ছবি: সংগৃহীত

রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের দিল্লি সফরের অনুমোদন পেয়েছে বাংলাদেশ জাতীয় শুটিং দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করেছে। এতে করে প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ।

এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল করা হয়েছিল। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে তেমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কারণ প্রতিযোগিতাটি ইনডোর ও উচ্চ নিরাপত্তা-বেষ্টিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সব দিক বিবেচনা করেই শুটিং দলের ভারত সফরের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ দল মাত্র একজন অ্যাথলেট ও একজন কোচ নিয়ে যাচ্ছে, যা একটি ছোট ও নিয়ন্ত্রিত দল। আয়োজকরাও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।”

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেবেন দেশের শীর্ষ শুটার রাবিউল ইসলাম। তিনি আগামী ৫ ফেব্রুয়ারি নিজের ইভেন্টে প্রতিযোগিতা করবেন। তার সঙ্গে কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের কোচ শারমিন আক্তার।

বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রাবিউল ইসলাম বিশেষ পাসপোর্ট সুবিধায় ভিসা ছাড়াই সর্বোচ্চ সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটি হবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও গুলি বহনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব জানান, প্রয়োজনীয় সরকারি আদেশ ইতোমধ্যেই জারি করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top