আমতলীতে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ৮

আমতলী থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১৯:৫৬

আমতলীতে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ৮

বরগুনার আমতলীতে নির্বাচনী জনসভায় নৌকা সমর্থিত এবং স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সহিংসতায় গুরুতর আহত হয়েছেন আটজন।

জানা গেছে, ২৫শে মার্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের শেষ দিন ছিল। প্রার্থীরা প্রতীক পেয়ে স্ব-স্ব নির্ধারিত স্থানে শুভেচ্ছা জনসভার আয়োজন করে। যেহেতু একই এলাকায় অর্থাৎ চরকগাছিয়া সোমবারিয়া বাজারে দু'পক্ষের সমর্থন লোকজন মিছিল নিয়ে জনসভায় আসতে শুরু করে। জনসভা শুরুর পূর্ব মুহূর্তে বিকেল পাঁচটায় দু'পক্ষের সমর্থকদের মধ্যে উস্কানিমূলক স্লোগান শুরু হয়।

একপর্যায়ে স্লোগান থেকে দু'পক্ষের মধ্যে তুমুল সহিংসতায় রূপ নেয়। এতে দু'পক্ষের অনেক লোকজন আহত হয়। গুরুতর আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেলে রওনা হন।
গুরুতর আহতরা হলেন - নৌকা সমর্থিত শাহিন তালুকদার, তাওহীদ তালুকদার (দুই ভাই) পিতা - শামসুল হক তালুকদার, শহিদুল তালুকদার, পিতা সালাম তালুকদার।

আনারস সমর্থিত- বশির তালুকদার, পিতা রশিদ তালুকদার, জসিম তালুকদার, পিতা বারেক তালুদার, নাসির তালুকদার, পিতা রশিদ তালুকদার, সোহেল তালুকদার, পিতা জাফর তালুকদার।

ঘটনা শুনে আমতলী পুলিশ প্রশাসন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে উক্ত ইউনিয়নের অতিরিক্ত পুলিশ মোতায়ন করেন। এখন পর্যন্ত কোন পক্ষে মামলা করেনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top