বই উপহার দিলেন সাদুল্লাপুর থানা ওসি মাসুদ রানা

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ১৬:৫১

পরিবর্তন পাঠাগারকে বই উপহার দিলেন সাদুল্লাপুর থানা ওসি মাসুদ রানা স্টাফ

সাদুল্লাপুরে সবার মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ও কাজ করছে তরুণদের গড়া সংগঠন 'পরিবর্তন সংঘ এর পরিবর্তন পাঠাগার। সচেতন মানুষ হিসেবে বই উপহার দিয়ে পাঠাগারের সংগ্রহকে সমৃদ্ধ করতে এগিয়ে এসেছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন, পরিবর্তন পাঠাগার এর সভাপতি মাহমুদুল হক সোহাগ, সাধারণ সম্পাদক মোরসালিন মুন্না, প্রধান পৃষ্টপোষক সতেজ শওকত। বই উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অফিসার ইনচার্জ বলেন, ’মানুষের চিন্তাধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বই। মানুষ তার মনের ভাব, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞা, স্মৃতিময় অভিজ্ঞতার বিবরণ বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে অনেক ক্ষেত্রে বইয়ের জায়গা দখল করে নিয়েছে ফেসবুক, ইন্টারনেটভিত্তিক পড়াশোনা-যা কেড়ে নিয়েছে মানুষের বই পড়ার অভ্যাস। আগে প্রতিটি এলাকায় লাইব্রেরি ছিল। বই নিয়ে মানুষ সেখানে আড্ডায় লিপ্ত হতো। সেগুলো এখন নেই বললেই চলে।’

পরিবর্তন পাঠাগার সভাপতি সোহাগ বলেন, ’তরুণদের মনকে উজ্জীবিত করার অন্যতম মাধ্যম হলো বই। বইপড়ার মধ্যদিয়ে তরুণরা দেশ সম্পর্কে জানবে, দেশের ইতিহাস সম্পর্কে জানবে, দেশ স্বাধীন করতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের সম্পর্কে জানবে। আর সেই জানার মধ্যদিয়ে তরুণরা দেশ গড়ার প্রত্যয়ে নিজেদের গড়ে তুলতে একটি করে বই উপহার দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত জ্ঞান চর্চার ব্যবস্থা করবে এই কামনা করছি।’

পরিবর্তন পাঠাগারের অন্যতম সদস্য সতেজ বলেন, ’দেশে বই মেলাসহ বইয়ের প্রচারে নানা আয়োজন করা হয়। কিন্তু কীভাবে বইপড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলা যায়-তা কি কখনো ভেবে দেখেছি দেশে শিশুকাল থেকে বইপড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কোনো কর্মসূচি পালন কর হয় না। এসব করা হয়-না বলেই বইপড়ার আগ্রহ কমে যাচ্ছে মানুষের।’

সবশেষে, বই পড়ার অভ্যাস আর বই উপহার দেয়ার আহ্বান জানিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top