সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বঙ্গোপসাগরে ৬৫ মণ ইলিশ! বিক্রি ৩৯ লাখ টাকা, জেলেদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:২৯

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৬৫ মণ ইলিশ—বিক্রি ৩৯ লাখ টাকায়! সমুদ্রের ঢেউ পেরিয়ে ফিরে এলো সাফল্যের গল্প। রবিবার দুপুরে মহিপুরের আলীপুর মৎস্য বন্দরে এসে ভিড়ল এফবি সাদিয়-২ নামের একটি মাছ ধরার ট্রলার। ২৩ জন জেলে নিয়ে তারা সমুদ্রে যায় ৯ জুলাই। লক্ষ্য ছিল ইলিশ, আর ফিরেছে ৬৫ মণ ইলিশ মাছ নিয়ে!

এই মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায়! মূলত তিনটি আকারের ইলিশ ছিল—৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতি মণ ৯৫ হাজার টাকা, ৬০০-৮০০ গ্রাম প্রতি মণ ৭০ হাজার টাকা, ৪০০-৫০০ গ্রাম প্রতি মণ ৫৬ হাজার টাকা, আর অন্য প্রজাতির মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকায়।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন বলেন—৫৮ দিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে যাওয়া সহজ ছিল না। তবে এইবার অনেক দিন পর বেশি পরিমাণ মাছ পেলাম। লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো।

খান ফিসের ম্যানেজার সাগর ইসলাম বলছেন, অনেক দিন পর এভাবে ইলিশ ধরা পড়েছে। জেলেরা আশা ফিরে পেয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানালেন, নিষেধাজ্ঞা ও সুরক্ষার সুফল এখন দেখা যাচ্ছে। আবহাওয়া ভালো থাকলে সামনে আরও বেশি মাছ পাওয়া যাবে।

এই ইলিশের ভরা মৌসুম যেন ফিরে আনছে জেলেদের মুখে হাসি আর সমুদ্র উপকূলে নতুন প্রাণ। সাগরের ঢেউয়ের গর্জন যেন বলছে— ভালো সময় আবারও ফিরে আসছে!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top