পার্ক অ্যাভিনিউতে রক্তাক্ত সন্ধ্যা: বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৪ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৬:০৪
 
                                        সোমবার সন্ধ্যায়, নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউ যেন পরিণত হয়েছিল এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা নামের এক বন্দুকধারী একটি বিল্ডিংয়ে ঢুকে গুলি চালিয়ে হত্যা করেন কমপক্ষে চারজনকে, যাদের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম।
দিদারুল ইসলাম ছিলেন স্ত্রী ও দুই সন্তানের জনক। হামলার পর ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন হামলাকারী, এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে গিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়া এই হামলায় ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের বিল্ডিংটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানেই রয়েছে এনএফএল, ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের অফিস। এনএফএল কর্মীদের নির্দেশ দেওয়া হয়: আড়ালে থাকুন, ফোন সাইলেন্ট করুন, বের হবেন না।
নিউইয়র্ক পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন—হামলাকারী একাই ছিলেন এবং ঘটনাস্থল এখন নিরাপদ। এফবিআই ও স্থানীয় পুলিশ বাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেয়র এরিক অ্যাডামস নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। হাউস লিডার হাকিম জেফরিজ বলেন, “আমরা এনওয়াইপিডির জন্য প্রার্থনা করছি। গান ভায়োলেন্স আর্কাইভ’ জানিয়েছে, এটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ২৫৪তম গণগুলির ঘটনা।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।