দখলদারের কারণে ক্ষতিগ্রস্ত বৈধ বসবাসকারীরা

পাবনা থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ২২:০৬

দখলদারের কারণে ক্ষতিগ্রস্ত বৈধ বসবাসকারীরা

পাবনায় নদীর জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ী ও সীমানা প্রাচীর নির্মাণ করায় নদী খনন করতে গিয়ে খননকৃত মাটি বৈধ বসতিদের জায়গায় ফেলার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে বৈধ বসবাস কারীরা।

এদিকে মানবাধিকার লঙ্ঘনের সংবাদ পেয়ে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্কের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর প্রতিকার চেয়ে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বৈধ বসবাসকারীরা। ঘটনাটি জানার পরপরই জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিরসন হলেও আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৫ টি পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের জায়গা এবং পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট খালের একপাড়ের জায়গা দখল করে পাকা ঘরবাড়ি ও সীমানা ওয়াল নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী আলহাজ্ব তরিকুল ইসলাম। খাল খনন শুরুর আগেই সংশ্লিষ্ট ঠিকাদার খালের দুপাড়ে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ও গাছপালা সড়িয়ে ফেলার জন্য জানিয়ে দেয়। পর্যায়ক্রমে দু’পাড়ের অবৈধ ভাবে বসবাস করা বাসিন্দারা খালের জায়গা ছেড়ে দেন। খাল খননের মাটি খালের পাশে সরকারি জায়গায় একসেভেটর মেশিন দিয়ে কেটে স্তুপ করা হয়। মনোহরপুর বড়ব্রীজ সংলগ্ন স্থানে এসে দেখা দেয় বিপত্তি।

ক্ষতিগ্রস্তরা বলেন, অবৈধ ভাবে খালের দু’পাড় দখলকারী পাবনা বিগবাজারের চেয়ারম্যান আলহাজ তরিকুল ইসলাম নিজের দখলকৃত জায়গায় নির্মাণ করা বিল্ডিং বাড়ি ও সীমানা প্রচীর রক্ষার জন্য অনৈতিক ভাবে সংশ্লিষ্ট ঠিকাদারকে ম্যানেজ করেন। ঠিকাদার ও মাটি কাটা সংশ্লিষ্টরা তরিকুল ইসলামের অবৈধ ভাবে দখল করা খালের জায়গায় বিল্ডিং বাড়ির আংশিক ও সীমানা প্রাচীর রক্ষার জন্য নদীর এক পাড়ের মাটি অন্যপাড়ে অতিরিক্ত ভাবে স্তুপ করায় তাহের আলী, হাবিব বিশ্বাস, হেলাল, শাহীন, আতোয়ার, আছিয়া, শাহীন, হাশেম, সোহেল, জয়তুন, জয়নাল, মহসিনসহ কমপক্ষে ১৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

সহকারী কমিশনার (ভূমি) রোখসানা মিতা বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনে একটি খাল খনন কাজ চলছে। খননকৃত মাটি রাখা নিয়ে স্থানীয় ভাবে সমস্যার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, খাল খনন নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল। সেখানে গিয়ে খালের সীমানা নির্ধারণ করে দিয়ে আসছি। পাশাপাশি অবৈধভাবে দখলদারকে দ্রুত জায়গা খালি করে দেয়ার কথা বলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top