পার্বতীপুরে দেশীয় প্রজাতির মাছের রেণু ও পোণা উৎপাদন হচ্ছে
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ০২:২১
বর্তমানে দিনাজপুরের পার্বতীপুরে দেশীয় প্রজাতির মাছের রেণু ও পোণা উৎপাদিত হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিনিয়ত বিভিন্ন জেলার মৎস্যচাষীরা মাছের রেণু ও পোণা কিনতে ছুটে আসছেন।
জানা যায়, এপ্রিল মাস থেকে পার্বতীপুরের মৎস্য বীজ উৎপাদন খামারে দেশীয় প্রজাতির ছোট মাছ পাবদা, গুলশা, শিং, মাগুর ও ভিয়েতনামি কই মাছের রেণু ও পোণা উৎপাদন হচ্ছে। পাশাপাশি বিক্রিও শুরু হয়েছে। দিনরাত অক্লান্ত পরিশ্রমে এ খামারে দেশীয় প্রজাতির মাছের রেণু ও পোণা উৎপাদন করতে সক্ষম হন হ্যাচারী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। তিনি বলেন, এ খামার থেকে রেণু ও পোণা উৎপাদনের ফলে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় দেশীয় মাছের চাহিদা পূরন ও আমিষের ঘাটতি পূরন হবে। আগামীতে দেশীয় প্রজাতির ট্যাংরা, মেনি / ভেদা, তারাবাইন সহ আরো বেশ কিছু প্রজাতির মাছের পোণা উৎপাদনের লক্ষ্য রয়েছে।
মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোঃ মুসা কলিমুল্লা জানান, গত বছর থেকে এখান থেকে গলদা চিংড়ি (পিএল) উৎপাদন শুরু হয়েছে। এ গলদা চিংড়ির প্রচুর চাহিদা রয়েছে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের রেণু ও পোণা উৎপাদিত হচ্ছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।