শিবচরে ১১ জনকে অর্থদণ্ড

মাদারীপুরের শিবচর থেকে | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৭:২০

বাজার করতে গিয়ে আড্ডা, শিবচরে ১১ জনকে অর্থদণ্ড, সেনা টহল

নিষেধাজ্ঞা অমান্য করে বাজার করতে গিয়ে আড্ডা দেওয়ার অপরাধে মাদারীপুরের শিবচরে ৬ জনসহ ১১ জনকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল চলছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ এড়াতে লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান ও সেনাবাহিনীর একটি দল শুক্রবার সকাল থেক দুপুর পর্যন্ত পৌরবাজার, চান্দেরচর বাজার, শেখপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চান্দেরচর বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজার করতে এসে বাজার না করে সমবয়সীদের নিয়ে বাজারের এক কোনে জমিয়ে আড্ডা দেওয়ার অপরাধে ৬ জনকে আটক করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিন বিভিন্ন অযুহাতে বাজারে অযথা ঘোরাফেরা করার অপরাধে আরো ৩ জনকে ও মাক্স পরিধান না করে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করার অপরাধে আরো ২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত এদিন ১১ টি মামলায় ৩ হাজার ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানকালে মাস্কবিহীন অনেকের মাঝে মাক্স বিতরণ করে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন, করোনা সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে আমাদের অভিযান চলছে। বিভিন্ন জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সবাইকে সচেতন করা হচ্ছে। এরপরও কেউ লকডাউনের নিয়মাবলী অমান্য করলে জেলসহ কঠোর সাজা প্রদান করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: শিবচর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top