অবসরের ঘোষণা দিলেন রস টেইল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০০:১৫

অবসরের ঘোষণা দিলেন রস টেইল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর। জানুয়ারীতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিকে তার শেষ খেলা। আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ক্যারিয়ার শেষ করবেন তিনি।

অবসর প্রসঙ্গে এক টুইট বার্তা টেইলর লিখেন, ঘরের এই মৌসুম শেষে আমি অবসরে যাচ্ছি। বাংলাদেশের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৬টি ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। দেশের হয়ে খেলতে পারাটা সম্মান ও গর্বের।

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে নিউজিল্যান্ড দলের সঙ্গী টেইলর। তিনি অবশ্য এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার ইচ্ছে পোষণ করেছিলেন। তবে হঠাৎই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন। ৩৭ বছর বয়সী টেইলর এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন। যেখানে কিউইদের হয়ে তিনি ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।

১১০ টেস্ট খেলা টেইলর ৪৪.৮৭ গড়ে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরিসহ এখন পর্যন্ত ৭৫৮৪ রান করেছেন। এছাড়া ২৩৩ ওয়ানডেতে ৪৮.২০ গড়ে ২১টি সেঞ্চুরি ও ৫১টি ফিফটিসহ করেছেন ৮৫৮১ রান।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top