শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০১:৩০

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ৪১ বছর বয়সী পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে প্রায় নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। বয়সের কারণে তাকে দলে রাখা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হলেও তার ফর্মের কারণে দলে প্রায় নিয়মিত নিজের জায়গা ধরে রেখেছিলেন হাফিজ।

ফর্মের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ হয় তার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোহাম্মদ হাফিজের। ২০২১ সালের জুলাইতে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন হাফিজ। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জেতেন হাফিজ।

পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top