টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটে নতুন শাস্তির নিয়ম আইসিসির
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ০৩:২৬
স্লো ওভার রেটে সাধারণত দোষী দলকে ম্যাচ ফি জরিমানা কিংবা ডিমেরিট পয়েন্ট, ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়ে থাকে। তবে এখন থেকে ম্যাচের মধ্যেই শাস্তি পেতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবে না ফিল্ডিং দল।
শুক্রবার (৭ জানুয়ারি) নতুন নিয়ম এনে টি-টোয়েন্টির প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি।
এই মাস থেকে পুরুষ ও নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। নতুন প্লেয়িং কন্ডিশন চালু হবে ১৬ জানুয়ারি স্যাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।
আইসিসি বলেছে, নির্ধারিত ও পুনর্নিধারিত (অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে) সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে হবে ফিল্ডিং দলকে। নয়তো ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি পেতে হবে, ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে দলকে। কাট-অফের সময় আম্পায়ার অধিনায়ককে জানিয়ে দিবেন ইনিংসের শুরুতেই।
উল্লেখ্য, সাধারণ নিয়মে প্রথম ৬ ওভারের পর ৩০ গজের বাইরে পাঁচজন খেলোয়াড়কে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফিল্ডিং দল নির্দিষ্ট সময়ের মধ্যে বল শেষ করতে না পারলে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারবে না ওই সীমানার বাইরে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: টি-টোয়েন্টি আইসিসি স্লো ওভার রেট t-20
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।