বিপিএল শেষ মাশরাফির!
রাশেদ রাসেল | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪, ১৬:১৮
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরু থেকেই সমালোচনার মুখে পরতে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বহু সমালোচনা আর বিতর্কের পর এবার বিপিএলের থেকে বিরতি নিচ্ছেন তিনি।
তবে, একেবারেই সরে যাচ্ছেন না সিলেট স্ট্রাইকার্স এর দলপতি মাশরাফি।
শুরুর ম্যাচ থেকেই মাশরাফিকে দেখা যায় খুরিয়ে খুরিয়ে বল করতে। তার ফিটনেস নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকে।
মাশরাফি ইনজুরি নিয়ে খেলার কারণে তার সাবেক সতীর্থ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুলও করেছিলেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছিলেন, ফিটনেসহীন মাশরাফি বিপিএলে খেলার কারণে বিপিএলের মান কমে যাচ্ছে।
জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করার জন্য ও রাজনৈতিক ব্যস্ততার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মাশরাফি।
এবারের বিপিএলে টানা পাঁচ ম্যাচ হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। এমন হারে টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় রয়েছে তার দল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।