ডি ভিলিয়ার্সের কথা কাজে লেগেছে: ইয়াসির
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৩:৪১
শূন্য দিয়ে শুরু করা আফগানিস্তানের বিপক্ষে অভিষেকটা ভালো হয়নি ইয়াসির আলী রাব্বির। তবে চেনা ফরম্যাটে সুযোগ থাকা স্বত্ত্বেও বড় কিছু করতে না পারার হাহাকার ইয়াসির দূর করলেন বিরুদ্ধ কন্ডিশনে।
রাবাদা, এনগিডিদের প্রতি আক্রমণে গিয়ে রান তুলেছেন অনায়েসে। চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ৪৪ বলে ৫০ রান করেছেন ইয়াসির। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর আনন্দ তাকে ছুঁয়ে যাচ্ছে। নিজে অবদান রাখায় খুশি দ্বিগুনে পরিণত হয়েছে। তবে এই অবদানের পেছনে রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সেও অবদান।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর ডাকে সাড়া দিয়ে প্রথম ওয়ানডের আগে টিম হোটেলে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। সেখানে প্রায় ৫০ মিনিট কাটান তিনি। নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা তিনি ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে। পাশাপাশি ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।
আদর্শ ছাত্রের মতো সেসব শুনেছেন ইয়াসির। ডি ভিলিয়ার্সের কিছু কথা, কিছু শব্দই তার ব্যাটিং ভাবনা পাল্টে দিয়েছে বলে দাবি করলেন ইয়াসির। ম্যাচ শেষে হাফ সেঞ্চুরিয়ান বলেছেন, ‘অবশ্যই…অনেক কথার মধ্যে কিছু না কিছু কথা থাকে যেগুলো কাজে লাগে সব সময়ই। ডি ভিলিয়ার্স হোটেলে এসেছিলেন। হ্যাঁ উনি এমন কিছু কথা বলেছেন আমাদের, বিশেষ করে আমার জন্য খুব কাজে লেগেছে।‘
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইয়াসির আলী ডি ভিলিয়ার্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।