ভারতের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০২:৫৩
হ্যামিল্টনে ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও ৩৫ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গেলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীদের।
ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়েন সালমা খাতুন আর লতা মন্ডল। সালমা ৩৫ বলে ৩২ আর লতা ৪৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। শেষদিকে রিতু মনির ১৬ আর জাহানারা আলমের অপরাজিত ১১ রানে কোনোমতে ১১৯ পর্যন্ত যেতে পেরেছে টাইগ্রেসরা।
ভারতের স্নেহা রানা ৩০ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার ঝুলন গোস্বামী আর পূজা ভাস্ত্রাকারের।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বাংলাদেশ নারী বিশ্বকাপ ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।