শেষ বিকেলে ব্যাকফুটে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ২৩:৩১
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের থেকে এখনো ২৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে টাইগাররা স্কোর বোর্ডে তুলেছে ৯৮ রান। যেখানে ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ এবং নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ ০ রানে অপরাজিত থেকে আগামীকাল শনিবার (২ এপ্রিল) ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ দলের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় স্বাগতিকদের স্পিন। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ ভাগে বাড়তি টান আর বাউন্স পেয়েছেন স্পিনাররা। প্রায় সাড়ে ৬ বছর পর টেস্টে ফেরা হারমার সাদমান ইসলামের পর ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত মুমিনুল ও মুশফিকুর রহিমকে। হারমার আর কেশভ মহারাজের স্পিন জুটি অস্বস্তিতে ফেলার সঙ্গে ভয়েরও ইঙ্গিত দিচ্ছে।
এর আগে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিতে পারলেও দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের হতাশ করে প্রতিরোধ গড়ে দক্ষিণ আফ্রিকার লেজের ব্যাটসম্যানরা। টাইগার বোলারদের অস্বস্তিতে ফেলে শেষ দুই উইকেটে তারা জমা করে ৬৯ রান। এতে প্রথম ইনিংসে সাড়ে তিনশ’ পেরোনো সংগ্রহ পায় প্রোটিয়ারা। এই ৩৬৭ রানই দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।