যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের দায়িত্ব নিলেন চন্দরপল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২২, ০৬:৩৬

যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের দায়িত্ব নিলেন চন্দরপল

শিভনারায়ন চন্দরপল। এই ক্যারিবিয়ান কিংবদন্তি দেশটির নারী জাতীয় দল এবং নারী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের দায়িত্ব পালন করা চন্দরপল বর্তমানে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডে বসবাস করছেন। সিপিএলে কোচিং করানো ছাড়াও উইন্ডিজদের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দায়িত্ব নিয়েই নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্টে যাবেন চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রের নারী অনূর্ধ্ব-১৯ দল নিয়ে ক্যারিবিয়ানে যাবেন চন্দরপল। যেখানে আগামী ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ।

দায়িত্ব নিয়ে এই ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নারী জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের দায়িত্ব নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের নারী দলের উন্নতি দেখছিলাম। এবার তাদের দায়িত্ব নিয়ে এগিয়ে নেওয়ার পালা।

অরল্যান্ডোতে থাকায় আমি আমেরিকার খেলার খবর রাখতাম নিয়মিত। সেখান থেকে নারী জাতীয় দলের প্রধান কোচ হওয়া অবিশ্বাস্য।’

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০ বছর খেলা চন্দরপল ক্যারিবিয়ানদের হয়ে ৪৫ এর বেশি গড়ে প্রায় ২১ হাজার রান করেছিলেন। যেখানে ৪১টা শতকের পাশাপাশি ১২৫টা অর্ধশতক রয়েছে চন্দরপলের নামের পাশে। এছাড়াও ব্রায়ান লারার পর দ্বিতীয় উইন্ডিজ ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন চন্দরপল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top