শান্ত লম্বা রেসের ঘোড়া: মাশরাফি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩, ০০:১৮

শান্তকে নিয়ে মাশরাফির মন্তব্য

তুমুল প্রতিভাবান হয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পরও টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রাখতো নিয়মিত। এই নিয়ে শান্ত ও বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নিয়মিত। নিখাদ ক্রিকেটীয় সমালোচনার সীমারেখা ছাড়িয়ে যা অনেক সময় রূপ নেয় ব্যক্তিআক্রমণে। চটকদার সব ট্রলের শিকার হয়ে চাপে থাকতে হয় ক্রিকেটারদের। সাম্প্রতিক সময়ে নির্মম ট্রলের শিকার হওয়া ক্রিকেটারের একজন শান্ত।

আরও পড়ুন: ভিসির বাসভবনের সামনে ঢাবি ছাত্রীদের অবস্থান

বিপিএলে ৭ ম্যাচে ৫৬.২০ গড়ে শান্তর রান ২৮১। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ৮৯ রান করেছেন সিলেটেরই এই ওপেনার। সম্প্রতি ব্যাটে রান পেলেও শান্ত এখনও মানুষের মনে জায়গা করে নিতে পারেননি। তবে শান্তর কাঁধে হাত রেখেছেন মাশরাফি বিন মর্তুজা।

সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মনে করে লম্বা রেসের ঘোড়া হবে শান্ত, ‘যদি বিশ্বকাপ দেখেন, শান্ত কিন্তু পুরো দেশের, আমাদের সবার বিপক্ষে গিয়ে প্রায় দুইশ রান করে এসেছে। পরে আবার স্ট্রাগল করেছে, এখন আবার রান করছে। শান্তকে কিছুটা এসবের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগলিং পার্ট থাকতে পারে কিছুদিন। মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি যে, লিটনের মতোই বাইরের জিনিসগুলো ওকে বদার করে না। সেইক্ষেত্রে আমার কেন জানি বিশ্বাস হয় যে এই ছেলেটা লম্বা দৌড়ের ঘোড়া। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবে।'

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top