রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ভোলায় জেলেদের হামলায় ভূমি কমিশনার আহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৭:৫৬

ভোলা থেকে:

সরকারের নির্দেশ অনুযায়ী ভোলায় জেলেদের হামলায় সহকারী ভূমি কমিশনারসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালানার সময় এ ঘটনা ঘটে।

আহত ব্যাক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার আবু আবদুল্লাহ খান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পুলিশ কনস্টেবল মো. রাছেল, মৎস্য বিভাগের চুক্তিভিত্তিক মাঝি মো. বাহার ও জাকির।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহরুল ইসলাম জানান, সকালে সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করছিলেন। তখন বঙ্গেরচর এলাকায় একটি ট্রলার নিয়ে ১৫-১৬ জন জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন। এ সময় তাদের ধরার চেষ্টা করলে জেলেরা ইট-পাটকেল ও লাঠি নিক্ষেপ করেন। এতে ভূমি কমিশনারসহ ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top