রাজধানীতে বাসে আগুন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৭:৫৩
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পর ফের রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌনে ২টার দিকে রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় ছয়টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গুলিস্তানে রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে। বাসটি যাত্রী বোঝাই ছিল বলেও জানায় পুলিশ।
আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের সামনে রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।