রাজধানীতে বাসে আগুন: ১৪ মামলায় গ্রেপ্তার ৩৮
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৫:৫২
নিজস্ব প্রতিবেদক:
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি গাড়ি ও গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৪ মামলায় তাদের গ্রেপ্তার করে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে শাহবাগ থানা ০৬ জন, পল্টন থানা ১০ জন, বংশাল থানা ২ জন, কলাবাগান থানা ২ জন, তুরাগ ১ জন, উত্তরা ০৯ জন ও মতিঝিল থানা ২ জন গ্রেপ্তার করেছে।
এছাড়া তিনি বলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।