‘গোল্ডেন মনিরের’ ২১ দিনের রিমান্ড চাইবে পুলিশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৪:৫৩

নিজস্ব প্রতিবেদক:

মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিন মামলায় জিঙ্গাসাবাদের জন্য ২১ দিনের রিমান্ড চাইবে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম রোববার তাকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা দায়ের করেছেন র‍্যাব। তাকে জিঙ্গাসাবাদের জন্য ২১ দিনের রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, শনিবার মনিরের বাড়িতে অভিযান চালিয়ে, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, ৯ লাখ টাকা মূল্যের ১০টি দেশের বৈদেশিক মুদ্রা, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। তাছাড়া মনিরের ১ হাজার ৫০ কোটি টাকার উপর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top