আড়াই ঘণ্টার চেষ্টায় গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীরগুলশানশপিংসেন্টারেএকটিপোশাককারখানার আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
এমনটি জানিয়েছেন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফায়ার লিডার রুবিনা আক্তার। বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ৬টি ইউনিট সেখানে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গুলশান ১ নম্বরের ওই শপিং সেন্টারের ষষ্ঠ তলায় শমসের অ্যাপারেলস নামে এক পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনে থাকা কয়েকজন ছাদে উঠে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য তালা ভেঙে মার্কেটে প্রবেশ করেন এবং পরে তাদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন ষষ্ঠ তলার বাইরে অন্য ফ্লোরে ছড়াতে না পারায় মার্কেটের অন্যান্য অংশ বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়।
ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধারকারীদের তৎপরতায় প্রায় সোয়া কোটি টাকার মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়।
শ্রমিকরা জানান, শমসের অ্যাপারেলস মূলত নিট ও ওভেন পণ্য তৈরি করে। রপ্তানিমুখী এ কারখানায় প্রায় ছয়শ শ্রমিক চাকরি করেন।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।