কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারক গ্রেফতার

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৮

ছবি: সংগৃহীত

ভূয়া উপ-সচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে মাদরাসা শিক্ষকদের কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে মাদরাসা শিক্ষদের এমপিওভুক্ত ও নব-নিয়োগপ্রাপ্ত লাইব্রেরিয়ানদের বেতন ভাতা নিয়মিত করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের কাছে কাছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই চক্র।

এই অপরাধে জড়িত আসামী জুবায়ের, মোঃ আসাদুজ্জামান মানিক ও লুৎফর রহমানকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে জানান পিবিআই কর্মকর্তা।

প্রতারিত হওয়া ভুক্তভোগী শিক্ষরা জানান, এই প্রতারক চক্র ভুয়া চিঠি ইস্যু করে দেওয়ায় তাদের সকলের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top