তদন্তে গিয়ে মারধরের শিকার এএসআই

সুজন হাসান | প্রকাশিত: ৪ জুন ২০২৪, ১৫:০১

ছবি: সংগৃহীত

সাভারে একটি বাড়িতে মারধরে গুরুতর আহত হয়েছে সাভার মডেল থানার এ এস আই জলিল। সোমবার (৩ জুন) রাত ১২ টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, মধুরচর এলাকায় সম্প্রতি এক যুবক তার স্ত্রীকে পরিবারে অশান্তি সৃষ্টির অভিযোগে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই নারী স্বামীর নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গতকাল রাতে ওই নারী সাভার মডেল থানার এএসআই জলিলকে নিয়ে অভিযুক্তের বাড়িতে কথা বলতে গেলে অভিযুক্তের পরিবার ভুয়া পুলিশ বলে তাকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ঘটনার সাথে জড়িত সন্দেহ তিনজনকে আটক করেছে।

আটককৃতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত পুলিশের এ এস আই জলিলকে চিকিৎসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top