ভালোবাসায় ভাগ বসানোয় বোনকে হত্যা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কড়াইল বস্তিতে শিশু নুসরাত জাহান মীম (৪) হত্যায় জড়িত একমাত্র আসামি মীমের বড় ভাই আল-আমিনকে (১৪) জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কড়াইল বস্তি থেকে সজীবকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব জানিয়েছে, বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় মীমকে হত্যা করে।
মীমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে মীম বাসায় ঘুমিয়ে ছিল। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মীমকে খুঁজে পাননি। এরপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় নিহত মীমের বড় ভাই ১৪ বছরের আল-আমিনসহ প্রতিবেশী আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র্যাব।
সজীব জানায়, ছোট বোন মীম জন্মের পর থেকে তার প্রতি বাবা-মায়ের ভালোবাসা কমতে থাকে। যত দিন যায় বাবা-মা তার প্রতি উদাসীন হয়ে পড়েন এবং সব ভালোবাসা মীমের দিকে চলে যায়। তার ওপর কারণে-অকারণে চলে বাবার নির্দয় প্রহার। যার কারণে ছোট বোনের প্রতি তার ক্ষোভ জন্মাতে থাকে।
এ ঘটনায় বনানী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ঘুমন্ত ছোট বোনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে এবং বিছানার নিচে লুকিয়ে ফেলে। পরে তার বাবা মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে, এই সুযোগে সজীব মীমের লাশ পাশের গোসলখানায় রেখে আসে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।