শাহজালালে সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মে ২০২১, ২১:৪৩
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া তিন কেজি সোনার বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মমেনুর রহমান ও নজরুল ইসলাম ফরাজিকে আটক করা হয়েছে।
জব্দকৃত সোনার দাম আনুমানিক সোয়া দুই কোটি টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্লাইট নম্বর এসভি ৮০২ এ সৌদি আরব থেকে আসেন মমেনুর রহমান। তাকে গ্রিন চ্যানেল অতিক্রমে সহায়তা করেন বিমানকর্মী নজরুল ফরাজি। তারা গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কোনো স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাইলে অস্বীকার করেন। পরে যাত্রী মমেনুররের ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটরের ভেতর সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে ওই চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় সোয়া তিনকেজি কেজি সোনার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ২১ লাখ টাকা।
বিমানবন্দরের ওই সূত্রটি জানায়, পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মমেনুর রহমান এবং বিমানকর্মীর নাম নজরুল ফরাজি। উভয়ের বাড়ি নরসিংদি জেলায়।
আটক সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।