দাফনের আগ মুহুর্তে নড়ে উঠল শিশুটি !

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৭:৪৩

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

তিনদিন আগে শাহিনুর বেগম ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১১০ নম্বর ওয়ার্ডে। ভর্তি হন। শুক্রবার ভোরে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম দেন এক কন্যা সন্তানের।

কিন্তু জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করে চিকিৎসকরা শাহিনুরের বাবা ইয়াসিনের হাতে তুলে দেন্।

এরপর দাফনের জন্য শিশুটির মৃতদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বসিলা কবরস্থানে। কিন্তু দাফনের ঠিক কিছু আগে সেখানে শিশুটি নড়ে ওঠে। পরে দ্রুত শিশুটিকে ইয়াসিন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক শিশুটি ‘অপরিণত’ হওয়ায় শুরুতে ‘রেসপন্স’ ছিল না। এখন তারা শিশুটিকে বাঁচাতে সব ধরণের চেষ্টা চালাচ্ছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লা ও শাহিনুর বেগম দম্পতির দ্বিতীয় সন্তান নবজাতক শিশুটি।

২০১৫ সালে একইভাবে ঢাকা মেডিকেলে মৃত ঘোষণার পর দাফনের আগে এক নবজাতকের নড়ে ওঠার ঘটনা বেশ আলোচিত হয়। যদিও পরে শিশুটিকে হাসপাতালে ফিরিয়ে এনে চিকিৎসা দিয়েও আর বাঁচানো যায়নি।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top