সীমিত আকারে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৫:৩৮
মুন্সীগঞ্জ থেকে:
নাব্য সংকটের কারণে দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে চালু হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল।
সোমবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে বিকল্প চ্যানেল দিয়ে শুধু দিনের বেলায় ৫টি ছোট ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।
শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ম্যানেজার জানান, সোজা চ্যানেল দিয়ে এখন আর ফেরি চলাচলের কোনো অবস্থা নেই। চায়নাদের ন্যাশনাল গ্রিডের চ্যানেল দিয়ে ২০ কিলোমিটার ঘুরে দিনে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে সময় একটু বেশি লাগছে। তবে রাতে ফেরি বন্ধ রাখা হবে।
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর থেকে ৭ দফায় ৩০ দিন ফেরি বন্ধ ছিল। বাকি ২৩ দিন সীমিত আকারে চলেছে ফেরি। বহরের ১৭ ফেরির মধ্যে ছয়টি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোট আকারের পাঁচটি ফেরি দিয়ে পারাপার চলছে। আর বাকি ছয়টি ডাম্প ফেরি অলস বসে আছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।