উঠোনে পুঁতে রাখা হয় ৩ জনের মরদেহ , আটক ৪
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৪:২২
কিশোরগঞ্জ থেকে:
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজ হওয়ার একদিন পর একই পরিবারের তিন সদস্যর মরদেহ বাড়ির উঠোনে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা।
নিহত ব্যাক্তিরা হলেন-কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাদের সন্তান লিমন (১১)।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত আসাদ মিয়ার ছোট ভাই দীন ইসলাম (৩৫), মা জুমেলা খাতুন (৯০), বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিন (২৫) কে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর সার্কেলের (হোসেনপুর-কটিয়াদী) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী শরীফ।
তিনি জানান, একই পরিবারের তিনজন সদস্যর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।