গোপালগঞ্জে এলাকাবাসীর হামলায় জেলা পরিদর্শকসহ আহত-৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ০১:২১
গোপালগঞ্জ থেকে:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ ৫ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের পূর্ব রাঘদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, এএসআই গোলাম কিবরিয়া, সিপাহী হাসান, সিপাহী সাইদুর ও চালক রাসেল ইসলাম। তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সূত্রের ভিত্তিতে সকালে মুকসুদপুরের পূর্ব রাঘদী গ্রামে শাহিন শেখ নামে ১ মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অভিযান চালায়।
এসময় শাহিনের ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম চিৎকার দিলে বাড়ীর অন্যান্যরা এগিয়ে আসে এবং কথা কাটাকাটি হয়। এসময় ডাকাত সন্দেহে ওই কর্মকর্তাদের উপর হামলা চালায় এলাকাবাসী।
হামলাকারীরা এসময় ওই কর্মকর্তাদের কাছ থেকে মোবাইল সেট, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা ও সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মালামাল সহ উদ্ধার করে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: আবুল বসার জানান, খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও মুকসুদপুর থানার পুলিশ যৌথভাবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছেন। ইতোমধ্যে ওই কর্মকর্তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন, ওকিটকি ও অন্যান্য মালামাল পুলিশ উদ্ধার করেছে। মুকসুদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।