গাজীপুরে বাস-ট্রেনের ধাক্কায় নিহত ২

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৪:০৮

গাজীপুর থেকে:

গাজীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের সোনাখালী এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মাসুদ রানা(৩৫) ও রহিমা আক্তার(৪০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় বাসে থাকা ২ শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় জানা যায় নি। তবে জানা গেছে হতাহতরা সবাই ইটভাটায় শ্রমিক।

এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটিকে সকাল ১০টার দিকে সরিয়ে নেন। তারপর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top