সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৮:৪০
গোপালগঞ্জ থেকে:
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা।
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সাম্প্রদায়িক বাংলাদেশে অসম্প্রদায়িকতার কোন জায়গা নাই বলে জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ, জেলা শাখার আহবায়ক মঙ্গল চন্দ্র বিশ্বাস, যুগ্ম আহবায়ক ডেভিড বৈদ্ধ, সদস্য সচিব রমেন্দ্র নাথ সরকার, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক শিপ্রা বিশ্বাস বক্তব্য রাখেন।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।