হাসপাতালের কর্মচারীদের নির্যাতনে এএসপি’র মৃত্যু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৪:০৩
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামে একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে প্রাণ হারালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম।
সোমবার (৯ নভেম্বর) ১১টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান।
নিহতের পরিবারের অভিযোগ, ‘মাইন্ড এইড’ হাসপাতালে ভর্তির পরপর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আনিসুল করিমকে হাসপাতালের কয়েকজন কর্মচারী মিলে টেনেহিঁচড়ে একটি কক্ষে ঢুকায়। এরপর তাকে মাটিতে ফেলে চেপে ধরেন তারা। এসময় মাথার দিকে থাকা ২ জন কর্মচারীকে তাকে আঘাত করতে দেখা যায়। এরপর একটি নীল কাপড় দিয়ে আনিসুলের হাত পেছনে বাঁধা হয়। কিছুক্ষন পর আনিসুলকে যখন উপুড় করা হয়, তখন তার শরীর নিস্তেজ ছিল।
বিএমপি’র কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, আনিসুল করিম গত ৮ নভেম্বর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ১০ দিনের ছুটি নিয়ে তিনি ঢাকায় পরিবারের কাছে যান। সোমবার তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল এবং পরে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। আনিসুলের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। কী ঘটেছিল, কেন ঘটেছিল তা জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।