রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৪:২৫

মুন্সিগঞ্জ থেকে:

নারায়ণগঞ্জ-চাঁদপুরগামী ‘এমভি মকবুল-২’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন গজারিয়া নৌ পুলিশ। তারা জানায়, লঞ্চটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। রাত ১১টার দিকে মেঘনা নদীর মোহনার কাছে আট-দশজন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৩০টি মোবাইলফোন, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে চলে যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি জানায়, ১৫০ জন যাত্রী নিয়ে রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ। মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে রাত পৌনে ১১টার দিকে মেঘনা নদীর মোহনায় ষাটনল এলাকায় অবস্থানকালে স্পিডবোট নিয়ে আট-দশজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে লঞ্চে প্রবেশ করে মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top