গোপালগঞ্জে লক্ষ টাকার বেড়জাল জব্দ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৬:৫৯

গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চলিয়ে লক্ষাধিক টাকার বেড়জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতী বাওড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুল ইসলাম জানান, রোববার দুপুরে মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজকে সাথে নিয়ে কাশিয়ানী উপজেলার মধুমতী বাওড়ে কাঠা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বেড় জাল দিয়ে কাঠা ঘের দেয়ার সময় লক্ষাধিক টাকার জাল জব্দ করা হয়। পরে বাওড়ের পাড়েই তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শাহজাহান সিরাজ জানান, মধুমতী বাওড়ে কাঠা দিয়ে এবং বেড় জাল দিয়ে ওই এলাকার প্রভাবশালী একটি মহল মাছ শিকার করে আসছে দীর্ঘদিন ধরে। সাধারণ যেসব মৎস্যজীবী রয়েছে ওই এলাকায় মাছ শিকার করতেও পারে না প্রভাবশালীদের হুমকির মুখে। আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও প্রভাবশালীরা সময় সুযোগ বুঝে আবারো সক্রিয় হয়ে ওঠে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top