টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭
গোপালগঞ্জ থেকে:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার বর্নি ইউনিয়নের বাশুরিয়া বাজারে মৃত্তিকা বাটি ও বাশুড়িয়া গ্রামের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন বর্নি ইউনিয়নের বাশুরিয়া গ্রামের ইউপি সদস্য নাজমুল হোসাইন (৩৫) সিদ্দিক মোল্লা (৫৫), শরিফুল মোল্লা (৫০), ফেরদাউস মোল্লা (৫৫), কালু মোল্লা (২২), আবদুল্লাহ মোল্লা (১৮), আলামিন মোল্লা (২৮), রহমান মোল্লা (২২), মৃত্তিকাবাটি গ্রামের লিটন শেখ (৪০), শাহেব শেখ (৪৫), হামিম শেখ (৩৫) ও জিয়ারুল আলী মীর (২১)।
আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাশুড়িয়া বাজারে মৃত্তিকা বাটি ও বাশুড়িয়া গ্রামবাসীর মধ্যে দুই গ্রামের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ৪ নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসেন ঠেকাতে গেলে তার পিঠে কোপ লাগলে মারাত্মক আহত হয। পরে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয।
এর জের ধরে আজ শুক্রবার সকালে আবারো দুই গ্রামবাসী দেশয়ি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ ল্পিত হয। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সঙঘর্ষে উভয় পক্ষের কমপেক্ষ ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।